চবক চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাতে বিজিএমইএ নেতৃবৃন্দ

45

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ মিন্টুর নেতৃত্বে বিজিএমইএ’র একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, জুলফিকার আজিজ, (ই), পিএসসি, বিএন কমোডর থেকে রিয়ার এডমিরাল পদে উন্নীত হওয়ায় ২২ জানুয়ারি বন্দর ভবনে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু) এসময় পোশাক শিল্পের অগ্রযাত্রায় বন্দর কর্তৃপক্ষের প্রদত্ত সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন- বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে ব্যবসাবান্ধব উল্লেখ করে বলেন, নতুন সংযোজিত গ্যাংট্রি ক্রেনের কারণে বন্দরের হ্যান্ডলিং কার্যক্রমে গতিশীলতা এসেছে। ইতিমধ্যে বে-টার্মিনাল নির্মাণ কার্যক্রম এগিয়ে চলছে। জাতীয় রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালনে বন্দরের পূর্ণাঙ্গ ক্ষমতা রয়েছে।
এ সময় বিজিএমইএ’র পরিচালকবৃন্দ কাজী মাহাবুব উদ্দিন জুয়েল, সৈয়দ মোহাম্মদ তানভীর ও মোহাম্মদ সাইফ উল্যাহ্ মনসুর ও বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি