চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে বিদেশী বিশেজ্ঞদের ফ্রি চিকিৎসা ক্যাম্প

2198

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রামের মোহাম্মদ হেলালের স্ত্রী রাবেয়া বেগম (৩২) দীর্ঘদিন জটিল রোগে ভূগছেন। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে বিদেশী বিশেজ্ঞ ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসাসেবার কথা শুনে চিকিৎসা নিতে এসেছেন। আমেরিকান মেডিসিন বিভাগের সিনিয়র সার্জন ডাক্তার টেডকুন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান কুষ্ট হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্পে নিবিড়ভাবে তাকে দেখেছেন। তাদের চিকিৎসা সেবায় রাবেয়া বেগম সনতুষ্ট। তাকে দেখার সময় বিশেজ্ঞ দলের সাথে আনা অত্যাধুনিক যন্ত্র দিয়ে তাকে পরিক্ষা নিরিক্ষা করে দেখেছেন। সাথে রোগের জন্য ফ্রি ঔষুধও দিয়েছেন। এভাবে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে আসা সদুর আমেরিকা থেকে ২৮ জনের বিশেজ্ঞ চিকিৎসা টিম গত ২৩ ফেব্রুয়ারি হাসপাতালে আসার পর বিরামহীন চিকিৎসা সেবা প্রদান করে এলাকার অসহায় জঠিল রোগে আক্রান্তদের সেবা দিয়েছেন। ফ্রি চিকিৎসা ক্যাম্প রাঙ্গুনিয়া ছাড়াও কাপ্তাই, রাঙ্গামাটি তে ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছেন। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগাম অফিসার বিজয় মার্মা জানান, আমেরকিা থেকে বিশেজ্ঞ চিকিৎসা টিম আসার কথা শুনে রাঙ্গুনিয়া কাপ্তাই এলাকা থেকে নানা জটিল রোগে আক্রান্তরা হাসপাতালে চিকিৎসা নিতে ভীড় করে। বিশেষজ্ঞ চিকিৎসক টিম ওয়াজ্ঞা ইউনিয়ন পরিষদ ও চিৎমরম ইউনিয়ন পরিষদ ও রাঙ্গুনিয়ার কুষ্ট হাসপাতালে চিকিৎসা ক্যাম্প করে শত শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও সাথে রোগ নির্ণযের জন্য অত্যাধুনিক যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয়। এর পর ফ্রি ঔষধ প্রদান করেন। চিকিৎসা ক্যাম্পে সার্জারি, মেডসিন, নিউরো মেডিসিন, মানসিক, শিশু, গাইনি, ফ্যামিলি মেডিসিন রোগের বিশেজ্ঞ আমেরিকান ডাক্তারগন চিকিৎসা প্রদান করেন। বিশেষজ্ঞ চিকিৎসক টিম হাসপাতালে নার্স ও শিক্ষার্থীদের প্রশিক্ষ প্রধান করে আমেরিকার মেডিক্যাল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করেন। চিকিৎসকদের সাথে প্রতিজনের বাংলা কথা বোজানোর জন্য বাংলাদেশী দোভাষী এনেছেন। রাঙ্গুনিয়ার কুষ্ট হাসপাতালে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা চন্দ্রঘোনার এমদাদ উল্ল্যা জানান, তাদের চিকিৎসা আমাদের চিকিৎসার চেয়ে ব্যাতিক্রম। দীর্ঘক্ষন রোগের কথা শুনে পরিক্ষা নিরিক্ষা করে রোগের ইতিহাস জেনে চিকিৎসা সেবা প্রদান করে। একেক জন রোগীকে অনেক্ষন সময় ধরে তারা চিকিৎসা সেবা দেন। তাদের ব্যবহারে রোগের অর্ধেক নিরসর হয়ে থাকে। আমেরিকান মেডিসিন বিভাগের সিনিয়র সার্জন ডাক্তার টেডকুন জানান, আমরা পুরো চিকিৎসক টিম আমাদের সেরা চিকিৎসা দিতে চেষ্টা করেছি। এখানকার জটিল রোগীরা আমাদের পেয়ে খুবই সন্তুষ্ট। আমরা পুরো দল অসহায় মানুষের মুখে চিকিৎসা সেবা দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। আমাদের চিকিৎসক জীবনের এ চিকিৎসা ক্যাম্প স্মরণীয় হযে থাকবে। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান ও কুষ্ট হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং জানান, এ চিকিৎসা ক্যাম্প করা হয়েছে এলাকার অসহায় গরীব রোগীদের জটিল রোগের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এলাকার রোগীরা হাসপাতালে এসে জটিল রোগের চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ পেয়েছেন। আগামী ৮ মার্চ জার্মান থেকে সার্জারি, গাইনি ও এনেএস্তাশিয়া বিশেষজ্ঞ টিম আসছে। এরা হাসপাতালে ২ বছর রোগী দেখবেন। আমরা চাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাপাতালে এালাকার অসহায় গরীর রোগীরা জঠিল রোগের বিশেজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দিতে পারি। এক্ষেত্রে এলাকার সবার সহযোগিতা প্রয়োজন।