চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান পল্লীতে বড়দিন উদযাপনে নানা আয়োজন

24

খ্রিস্টিয়ান সস্প্রদায়ের সব চেয়ে ধর্মীয় অনুষ্ঠান বড় দিন উদযাপন নিয়ে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল এলাকা বণিল সাজে সেজেছে। পুরো খ্রিস্টিয়ান পল্লী এখন আনন্দে ভাসছে। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল কুষ্ট হাসপাতাল, খিয়াং পাড়ায় নানা ভাবে আলোক সজ্জায় সাজিয়েছে। বড় দিন উদযাপনে ঘরে ঘরে খ্রিস্টমাস ট্রি, নানা পিঠাপুলি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, গির্জায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ও কুষ্ট হাসপাতাল আলোক সজ্জাসহ নানা ভাবে সাজিয়েছে। রোগীদের এ দিন উন্নত খাবার ও শুভেচ্ছা বিনিমিয় করবেন হাসপাতাল কর্তৃপক্ষ। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান পল্লীর শতাধীক পরিবার বড় দিন উদযাপনে ব্যাস্ত সময় পার করছেন। সবার ঘরে ঘরে নানা খাবারের নতুন পোষাক পরিধানের আয়োজন করেছ্।ে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ও কুষ্ট হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং জানান, ২৫ ডিসেম্বর আমাদের খ্রিস্টিয়ান সম্প্রদায়ের সব চেয়ে বড় অনুষ্ঠান শুভ বড় দিন। আমরা ঈশ^রের কাছে প্রার্থনা করি দেশের সার্বিক মঙ্গল কামনাসহ সকলের মাঝে সুখ শান্তি বিরাজ করে। হাসপাতাল সকল স্টাফ ও এলাকার নানা ধর্মের মানুষের সাথে সাক্ষাৎ ও তাদের খোঁজ খবর নেয়া হবে। সব মিলিয়ে আমরা সামনের নতুন বছরে যেন সকলে সুখী হতে পারি সে কামনা করা হবে।