চন্দনাইশ

15

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের ৮ ইউনিয়নে নৌকার প্রার্থী মনোনীত করা হয়েছে। গত ৫ ডিসেম্বর গভীর রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা এড. আবু ছালেহ, জোয়ারায় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন,বরকল ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মুক্তিযোদ্ধা ফেরদৌসুল ইসলাম খান, বরমা ইউনিয়নে ৪র্থ বারের মতো মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়নে বয়সে তরুণ যুবলীগ নেতা ফারুক আহমদ, হাশিমপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন তরুণ উপজেলা আওয়ামী লীগ নেতা এড. মো. খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়ি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন তরুণ আওয়ামী লীগ নেতা মো. আবদুল আলীম। গভীর রাতে প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রার্থীদের সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সকাল থেকে চায়ের দোকানে আড্ডাই, বিভিন্ন বৈঠকে চলছে প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ। মনোনয়ন বঞ্চিতদের মধ্যে অনেকেই বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস পাওয়া গেছে।
আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশে বিভিন্ন ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থীরাও নিজ নিজ ব্যানারে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন ফরম জমা নিয়ে প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।