চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি হেল্থ কেয়ার প্রশিক্ষণ কর্মশালা

55

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনগণের জান-মাল রক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। মফস্বল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের পিংঙ্গার প্রিন্ট ব্যবস্থা চালু করেছেন। একইভাবে গ্রামীণ প্রতিটি জনপদের মানুষ যেন স্বাস্থ্য সেবা পায়, সে জন্য সরকার গ্রাম পর্যায়ে কমিউনিটি হেলথ সেন্টার চালু করেছে। সে সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের সাথে জড়িত ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেছে তিনি। তার ধারাবাহিকতায় চন্দনাইশে ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে স্থাপিত কমিউনিটি ক্লিনিকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিদের এ প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্ব বহন করে। গত শনিবার চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিনব্যাপী কমিউনিটি হেল্থ কেয়ার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বখতিয়ার আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ, ডা. জাহিদ আমিন,ডা.রাজীব বিশ্বাস প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সুষ্ঠভাবে পরিচালনা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বখতিয়ার আলম,আবাসিক মেডিকেল অফিসার মো. আবু রাশেদ, ডা. জাহিদ আমিন, ডা. রাজীব বিশ্বাস। আজ ২১ ও ২২ সেপ্টেম্বর প্রশিক্ষণে অংশ নেবেন জোয়ারা, কাঞ্চনাবাদ, ২৩ ও ২৪ সেপ্টেম্বর বরকল, বরমা, ২৫ ও ২৬ সেপ্টেম্বর বৈলতলী, সাতবাড়িয়া, ২৭ ও ২৮ সেপ্টেম্বর হাশিমপুর, ধোপাছড়ি, ২৯ ও ৩০ সেপ্টেম্বর দোহাজারী পৌরসভার জন প্রতিনিধিগণ অংশ নেবেন।