চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের হাম রুবেলা ক্যাম্পেইন এডভোকেসি সভা

32

চন্দনাইশ উপজেলা আইসিটি কনফারেন্স হলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এড্যাভোকেসি সভা গত ১২ মার্চ অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, হাবিবুর রহমান, আলমগীরুল ইসলাম চৌধুরী, আহমদুর রহমান, নুরুল ইসলাম ও আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল। এড্যাভোকেসি সভায় ইমাম, বৌদ্ধ বিহার অধ্যক্ষ, পুরোহিত, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৯ মাস থেকে ১০ বছরের সকল শিশুকে এক ড্রোস হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
আগামী ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিভিন্ন স্কুল, মাদ্রাসায়, ২৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কমিউনিটির অস্থায়ী ক্যাম্পে টিকা দেয়া হবে।