চন্দনাইশ সমিতি ইউএই’র সুরক্ষা সামগ্রী হস্তান্তর

52

চন্দনাইশ সমিতি ইউএই-এর পক্ষ থেকে চন্দনাইশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়। গত ৩ জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি কাফন-দাফন টিমের সমন্বয়কারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। এতে স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ সমিতির ইউ.এ.ই আহŸায়ক লায়ন আলহাজ্ব নজরুল ইসলাম তালুকদার। উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও উন্নয়ন কমিটির সদস্য, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান, মামুনুর রশিদ চৌধুরী, সদস্য আবু হানিফ, মো. বাবুল, মো. আলমগীর, গাউছিয়া কমিটি চন্দনাইশের সভাপতি মাওলানা আবদুল গফুর খান, পৌরসভার সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম, উপজেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিউদ্দিন,সরওয়ার উদ্দিন, শহিদুল ইসলাম জুবায়ের, মারুফ রেজা, মইনউদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী শুভ প্রমুখ। এ সময় সমিতির পক্ষ থেকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স, দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি), গাউছিয়া কমিটি চন্দনাইশ শাখায় অক্সিজেন সিলিন্ডার, কাফনের কাপড়, ওয়াটার ডিসপেন্ডার, নেবুলেজার, ইলেকট্রিক ক্যাতলী, কেএন -৯৫ মাক্স, ডেটল সাবান, হ্যান্ড গøাভ্স, সার্জিক্যাল মাক্সসহ আড়াই লক্ষাধিক টাকার চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এদিকে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরীর নিকট বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি, বিজিএমই নেতা আবদুল মাবুদ চৌধুরী মাহবুবের পক্ষ থেকে ১ লক্ষ টাকা, চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তীর পক্ষ থেকে ১ লক্ষ টাকা, বিশিষ্ট ব্যবসায়ী বদিউল আলমের পক্ষ থেকে ৪০ হাজার টাকা চেক হস্তান্তর করা হয়। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর আ’লীগের আহব্বায়ক এম কাইছার উদ্দিন চৌধুরী, হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও উন্নয়ন কমিটির সদস্য, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা জাকের হোসেন কমরু প্রমুখ।