চন্দনাইশ সমিতির বিনামূল্যে চক্ষু শিবির

64

চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে গত ৬ ডিসেম্বর উপজেলার দূর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়িতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, খৎনা, কর্ণছেদন অনুষ্ঠিত হবে। আর্তমানবতার কল্যাণে প্রতিষ্ঠিত চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম প্রতি বছরের ন্যায় এবছরও ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে চক্ষু শিবির, খৎনা, কর্ণছেদনের আয়োজন করা হয়। চিড়িংঘাটা হাজী কালু মিয়া ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় সকাল ৯টা থেকে দিনব্যাপী চক্ষু শিবির, খৎনা, কর্ণছেদনে স্রহসাধিক রোগিকে চিকিৎসা দেয়া হয়। সে সাথে বিনামূল্যে ওষধু, লুঙ্গি, চশমা বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় মাঠে উদ্বোধনী সভা চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চক্ষু সার্জন ডা. শাহাদাত হোসেন, সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ম্যানেজার একরাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ট্রাস্টি বোর্ডের সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান চৌধুরী, আবদুল নবী খান, তৌহিদুল আলম, আরশাদুল্লাহ, আবু তাহের, এম এ ফয়েজ, এড. নজরুল ইসলাম, মো. ইদ্রিছ, আ.ন.ম হাসান চৌধুরী, আবদুর রহীম চৌধুরী, মনছুর আলী, দেলোয়ার হোসেন, প্রফেসর এয়াকুব নবী, কালু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলীম , জাহিদুল আলম, নিজাম উদ্দিন, মো. শাদ, ইয়াছিন চৌধুরী দুলাল, মো. কমরুদ্দিন, মো. ইসলাম, লায়ন ভাইস গভর্ণর আল শাদাত দোভাষ, লায়ন নিশাত ইমরান, লায়ন মো. আবু তাহের খান, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন সিলবার স্টেব্যানাত, লায়ন আবদুর রউফ শাহিন, লায়ন ডি কে লালা, লায়ন লিটন কান্তি দাশ, লায়ন সামশুল হক সরকার, লায়ন নোমান লিটন, লায়ন অনুপম মজুমদার, লায়ন আবু নাছের রনি, লায়ন জেসমিন আকতারসহ লায়ন্স ক্লাব ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন শেভরণ আই হসপিটাল এন্ড রিসার্স সেন্টার এবং লাইন্স ক্লাব অব চিটাগাং। বিনামূল্যের এ ক্যাম্পে এলাকার হত দরিদ্র জনগোষ্ঠির চক্ষু, খৎনা, কর্ণছেদন করার পাশাপাশি চোখের ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করার জন্য ৭০ জন রোগীর তালিকা প্রস্তুত করা হয়। ক্যাম্পে ১০ জন চিকিৎসক সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।