চন্দনাইশ শুক্লাম্বর দিঘীর মেলা পরিষদ গঠিত

61

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শ্রীশ্রী শুক্লাম্বর পীঠ মন্দিরের (দিঘী) আসন্ন বার্ষিক মেলা ও পূণ্যস্নান উপলক্ষে এক সভা গত ২০ ডিসেম্বর সকালে মন্দির কমিটির সভাপতি হারাধন দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্তের সঞ্চালনায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৫ জানুয়ারি বার্ষিক মেলা ও পূণ্যস্নান প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির প্রাক্তন সভাপতি বিজন ভট্টাচার্য্য, সিনিয়র সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী, ড. বিপ্লব গাঙ্গুলী, প্রাক্তন সাধারণ সম্পাদক সুবল তালুকদার, পরিমল দেব, অমর কান্তি ভট্টাচার্য্য, দীপক দেব, আশীষ দেব, পরিমল মহাজন, মধুসূদন দত্ত, প্রদীপ দেব, ডা. কাজল বৈদ্য, তরুণ দেব, তপন দেব, মিলন দেব, ঋষু মহাজন, নারায়ণ ধর, ভবশংকর ধর, বিপ্লব চৌধুরী, রামপ্রসাদ ভট্টাচার্য্য, পুরণজিৎ ভট্টাচার্য্য, সমীর পাইক, অশোক দত্ত, টিংকু ধর, রুবেল দেব প্রমুখ। সভায় বক্তারা আসন্ন মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় এমপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৫নং বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলামকে সভাপতি, অমর কান্তি ভট্টাচার্যকে সিনিয়র সহ-সভাপতি, পরিমল দেবকে সহ-সভাপতি, মধুসূদন দত্তকে সাধারণ সম্পাদক, প্রদীপ দেবকে অর্থ সম্পাদক ও বিপ্লব চৌধুরীকে মেলা পরিচালনা সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শুক্লাম্বর দিঘীর মেলা উদ্যাপন পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি