চন্দনাইশ শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

44

উপজেলা দক্ষিণ সীমান্তবর্তী শঙ্খ নদীতে দোহাজারী এলাকায় একটি রেলওয়ে ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পৃথক পৃথক দুইটি ব্রিজ নির্মাণ হচ্ছে। অথচ এ ব্রিজ দুইটির পাশ থেকে অবৈধভাবে একটি মহল বালু উত্তোলন করে নিলেও প্রশাসন সম্পূর্ণ নিরব ভূমিকায় রয়েছে। গত ২৮ জুলাই সকাল থেকে প্রভাবশালী মহল নির্মাণাধীন দুইটি ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করলে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা ঘটনাস্থলে যান। তারা চলে আসার পর বিকালে পুনরায় মহলটি বালু উত্তোলন করলে প্রশাসন কোন রকম পদক্ষেপ গ্রহন করেননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)র সাথে কথা বলতে চাইলে তারা মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ফলে ক্ষতিগ্রস্থ হবে শঙ্খের পাড়ের মানুষ ও নির্মাণাধীন কয়েক কোটি টাকা ব্যয়ে দুইটি ব্রিজ।