চন্দনাইশ ফতেনগরে চক্ষু শিবির সম্পন্ন

47

আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখ থাকতে আমরা অনেকে চোখের মূল্য বুঝি না। তাই অনেকের অসচেতনতার কারণে কম বয়সে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। আজকে যারা চোখের চিকিৎসা নিতে এসেছেন তারা হাড়ে হাড়ে তা অনুভব করছেন। সে বিষয়টিকে অনুধাবন করে সংগঠনটি বিনামূল্যে চোখের বিভিন্ন রোগ পরীক্ষার পাশাপাশি ছানি অপারেশন, কৃত্রিম লেন্স স্থাপনের মাধ্যমে একটি যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। গত ২১ ফেব্রূয়ারি উপজেলার ফতেনগর এস এন বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে এড.বদিউল আলম-জেবুন্নেছা বেগম ট্রাস্টের ব্যবস্থাপনায়, ট্রাস্টি জিয়া উদ্দিন আদিল ও সালমা আদিলের অর্থায়নে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক সভা বিদ্যালয় মাঠে ট্রাস্টি জিয়াউদ্দিন আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব সালমা আদিল। আলোচনায় অংশ নেন, এড. বদিউল আলম স্মৃতি পরিষদের এড. নুরুল আজিম, এড. মেজবাহ উদ্দিন, এড. এমএ নাসের চৌধুরী, এড. শামসুদ্দিন সিদ্দিকী টিপু, এড. আকতার উদ্দিন, এড. জহির উদ্দিন চৌধুরী, এড. শাহেদ হোসেন প্রমুখ। শেভরণ আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে প্রায় ৫শ জন চক্ষু রোগীর চিকিৎসা সেবার পাশাপাশি ৯০ জন রোগীর ছানি অপারেশন, কৃত্রিম লেন্স স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।