চন্দনাইশ প্রেস ক্লাবের কমিটি গঠন

19

চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সংগঠন চন্দনাইশ প্রেস ক্লাবের কমিটি গঠনকল্পে সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, চোখ রাঙিয়ে সাংবাদিকদের কলমের কন্ঠরোধ করা যাবে না। সাংবাদিক এবং সংবাদপত্র স্বাধীন সত্তা হিসেবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। চন্দনাইশের কর্মরত সাংবাদিকেরা একত্রিতভাবে সঠিক, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গিকারবদ্ধ। আলোচনা শেষে মো. দেলোয়ার হোসেনকে (পূর্বকোণ) সভাপতি, মু. এরশাদকে (আজাদী) সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান বাবুল (যুগান্তর), সহ-সভাপতি যথাক্রমে এম এ মুছা (সংবাদ), আবু তালেব আনছারী (ভোরের কাগজ), যুগ্ম সম্পাদক মো. কমরুদ্দিন (আমাদের চট্টগ্রাম), সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম (দেশ রূপান্তর), সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত দাশ ইমন (স্বাধীন সংবাদ), অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন (পূর্বদেশ), সমাজকল্যাণ, আপ্যায়ন ও দপ্তর সম্পাদক এম এ হামিদ (হৃদয়ে চট্টগ্রাম), প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম মোস্তফা (অধিকার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজিমুশ শানুল হক দস্তগীর (বাংলাদেশ সমাচার), নির্বাহী সদস্যরা হলেন-মাওলানা মোজাহেরুল কাদের (ভোরের ডাক), আবু তোরাব চৌধুরী (ইত্তেফাক), সোহেল মো. ফখরুদ্দিন, গোলাম সরোয়ার (আজকের সূর্যোদয়), মো. নাসির (বিজয় টিভি), মাওলানা রেজাউল করিম তালুকদার (সুন্নী জগৎ), সৈয়দ শিবলী সাদেক কফিল, এস এম জাকির (স্বাধীন সংবাদ), আলমগীর ইসলাম বঈদী (সুন্নী জগৎ), জাহাঙ্গীর আলম চৌধুরী (আমাদের বাংলা), তৌফিক আলম চৌধুরী (হৃদয়ে বাংলাদেশ), মো. ফয়সাল চৌধুরী (সি প্লাস), আমিনুল ইসলাম রুবেল (সকালের সময়), মাসুদ পারভেজ (চন্দনাইশ প্রতিদিন)।