চন্দনাইশ দোহাজারী-লালুটিয়া সড়কে বৃষ্টি হলেই হাঁটুজল

67

দোহাজারী পৌরসভার প্রধান সড়ক দোহাজারী-লালুটিয়া সড়কে বৃষ্টি হলেই হাঁটুজল মাড়িয়ে চলাচল করতে হয় হাজার হাজার পথচারীকে। দুর্ভোগের যেন শেষ নেই দোহাজারী পৌরবাসীর। কোন রকম পদক্ষেপ নেই পৌরসভা কর্তৃপক্ষের। সরেজমিনে গিয়ে দেখা যায়, দোহাজারী সদর তথা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে শুরু হয়ে চৌকিদার ফাঁড়ি, রায়জোয়ারা, লালুটিয়া, জামিজুরি, দিয়াকুল, চিড়িংঘাটা, ধোপাছড়িসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। প্রায় ৫ কি.মি. দীর্ঘ এ সড়কের দোহাজারী বাজার থেকে রেললাইন পর্যন্ত সড়কের দু’পাশে ৫ শতাধিক দোকানপাট রয়েছে। সামান্য বৃষ্টি হলে সড়কে পানি জমে কাদায় পরিণত হয়ে থাকে। রেললাইন থেকে শুরু করে সাংবাদিক আবিদুর রহমান বাবুলের বাড়ি পর্যন্ত বেশকিছু অংশে সড়কে গর্তে পরিণত হয়ে বৃষ্টির পানি জমে থাকে দিনের পর দিন। দেখার যেন কেউ নেই। সড়কটি সংস্কারের ব্যাপারে সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেছেন, দীর্ঘ কয়েক বছর ধরে দোহাজারীর গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না করায় চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়েছে। সড়কে যানবাহন চলাচলের সময় পথচারীদের কাদা পানিতে ভিজে যায়। সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ বলেছেন, সাধারণ মানুষ একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করার পর তারা জেনেও বিগত দু’বছরে কোন প্রকল্প গ্রহণ করেন নাই। অথচ দোহাজারীর পূর্বাংশের বিশাল এলাকার লোকজন এ সড়ক দিয়ে চলাচল করতে দুর্ভোগের স্বীকার হচ্ছে। অথচ নিয়মিত কর দিয়ে যাচ্ছে পৌরবাসী, বঞ্চিত হচ্ছে সেবা থেকে। এ ব্যাপারে দোহাজারী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেছেন, চলতি অর্থ বছরে এ সড়কটি সংস্কারের জন্য কোন প্রকল্প দেয়া হয়নি। আগামী অর্থ বছরে সড়কটি সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ করে বরাদ্দ চাওয়া হবে জানিয়েছেন।