চন্দনাইশ দেওয়ানহাট-বৈলতলী-পটিয়া সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে

48

উপজেলার দোহাজারী দেওয়ানহাট থেকে বরমা সাতঘাটিয়া পুকুরপাড় পর্যন্ত সড়কটি সংস্কারের কাজ এগিয়ে চলছে। দৈনিক পূর্বদেশ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট ঠিকাদার চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে সংস্কার কাজ শুরু করেছেন। উপজেলার অত্যন্ত ব্যস্ততম ও গুরুত্বপুর্ণ সড়ক দেওয়ানহাট-বৈলতলী-পটিয়া সড়কের দেওয়ানহাট থেকে সাতঘাটিয়া পুকুরপাড় পর্যন্ত প্রায় ১৬.২ কিলোমিটার সড়কটি দীর্ঘ সময় ধরে সংস্কার না করায় সড়কের কার্পেটিং ওঠে গিয়ে প্রায় বিভিন্ন স্থানে বিশাল বিশাল গর্তে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে এসকল গর্তে ময়লা পানিতে যেন মাছ শিকার করা যায়। সড়কে যানবাহন চলাচলের সময় পাশে দাঁড়ানো পথচারীদের ময়লা পানি থেকে বাঁচতে দিকবিদিক ছুটোছুটি করতে দেখা যায়। দৈনিক পূর্বদেশ সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট দফতর থেকে সংস্কার শুরু করায় এলাকাবাসী পূর্বদেশ কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপজেলা প্রকৌশলী রেজা-উন-নবী জানান, সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে ১৯ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বর্ষার কারণে সময়মতো সংশ্লিষ্ট ঠিকাদার সড়কটি সংস্কার কাজ শুরু করতে পারেনি। তাছাড়া বর্ষা মৌসুমে কার্পেটিং কাজ করলে সড়ক টেকসই হয়না বিধায় তারা কাজ শুরু করেননি। তিনি বলেন, সংস্কার টেকসই করার লক্ষে ৭টি স্থানে ৮.৭ কিমি সড়ক পিচ ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হবে। তাছাড়া আগামী ৩ মাসের মধ্যে সম্পূর্ণ সড়কটি সংস্কারের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।