চন্দনাইশ থানা সদর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

60

উপজেলা সদরস্থ চন্দনাইশ থানা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন’১৯ গত ২৫ এপ্রিল সম্পন্ন হয়েছে।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়। ৯টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। ২’শ ৬০ জন ভোটারের মধ্যে ২’শ ৫৬ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আখতারুজ্জামান রবিউল (চেয়ার) ১’শ ৬৬ ভোট, সাধারণ-সম্পাদক পদে মো. আবদুল আজিজ (প্রজাপতি), ১’শ ৩৮ ভোট, সহ সাধারণ-সম্পাদক পদে মো. হেলাল উদ্দীন (ফুটবল) ১’শ ৪৩ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আরিফুর রহমান (হরিণ) ১’শ ৪৫ ভোট, অর্থ-সম্পাদক মো. ফরিদ (মাছ) ১’শ ৫৯ ভোট, সহ অর্থ-সম্পাদক পদে মনির উদ্দীন (আম) ৮৪ ভোট, প্রচার সম্পাদক পদে ইফতেখারুল ইসলাম (গোলাপ ফুল) ১’শ ৪৩ ভোট, ধর্মীয়-সম্পাদক পদে ফরিদ উদ্দীন (দোয়েল পাখি) ১’শ ৫৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জিসান (গাজর) ২’শ ১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। অপর দিকে সহ-সভাপতি কোন প্রার্থী না থাকায় আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

বাজালিয়া স্টেশন ব্যবসায়ী
কল্যাণ বহুমূখী সমবায়
সমিতি লিঃ এর
নির্বাচন সম্পন্ন

বাজালিয়া স্টেশন ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে পর্যবেক্ষণকারী কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দিদারুর আলম, উপজেলা সমবায় অফিসের অডিট অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অসীম কান্তি দে, সদস্য আব্বাস উদ্দিন ইকবাল ও সাজ্জাদ মো. আবদুল হক এর ঐকান্তিক প্রচেষ্টায় সুষ্ট, সুন্দর উৎসব মুখর পরিবেশে একটি গ্রহনযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নব নির্বাচিত কমিটির সভাপতি আবদুল আজিজ এবং সম্পাদক মো. জহিরুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি