চন্দনাইশ ছাত্র ঐক্য চট্টগ্রামের ভিক্টোরি ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রদান

55

চন্দনাইশ ছাত্র ঐক্য চট্টগ্রামের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ভিক্টোরি ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরে ইতিহাস রচনা করতে হবে। আজকের তরুণ সমাজ, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে। মুক্তিযুদ্ধের সঠিক তথ্য যারা জানে তারা কোনদিন দেশবিরোধী কিংবা জঙ্গিবাদে জড়াবে না। সুন্দর আত্মনির্ভরশীল দেশ গঠনে নতুনদের সু-শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহবান জানান।
গত ১৬ ডিসেম্বর চন্দনাইশ সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলার সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া, বিজয়ানন্দ বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া, এম এ মতিন, সাংবাদিক কে এম আলী হাসান, সংগঠনের সাবেক সভাপতি প্রকৌশলী রকিবুল হোসেন, শিক্ষক শাহাজাহান আজাদ।
স্বাগত বক্তব্য রাখেন ছাত্র ঐক্যের সভাপতি মাসুদ পারভেজ। সংগঠনের সাধারণ সম্পাদক তা-ই-মুল আদনান তানিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমরানুল হক চৌধুরী, রুবেল দত্ত, দপ্তর সম্পাদক এম এ ওয়াহেদ ভূঁইয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাকিব, মোহাম্মদ আরফান আনিস, শাহ আলিপ মোহাম্মদ সজীব, এনামুল করিম রিদুয়ান, আরাফাতুর রহমান, জিল্লুর রহমান, সাজ্জাদ হোসেন প্রমুখ। বিজয় দিবস উপলক্ষে ভিক্টোরি ট্যালেন্ট পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।