চন্দনাইশ গাছবাড়ীয়া খাঁনহাটে মরাছরা খালে পিলার নির্মাণের অভিযোগ

49

উপজেলার হাশিমপুর খাঁনহাট সংলগ্ন মরাছরা খালের মাঝখানে সরকারি জায়গায় প্রভাবশালী মহল পিলার নির্মাণ করে দোকান করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ ফেব্রুয়ারি স্থানীয় চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, মেম্বার যথাক্রমে নজরুল ইসলাম আবদুল, ফজলুল করিম আইয়ুব, জসিম উদ্দীন চৌধুরী ঘটনা স্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন বলেও জানান। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) নিজাম উদ্দীন আহমেদ বলেছেন, তিনি বিষয়টি শুনেছেন। সরোজমিনে দেখে ব্যবস্থা নেবেন বলে জানান। স্থানীয়দের দাবী মরাছরা খালের উপর পিলার নির্মাণ করলে বর্ষা মৌসুমে পানি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। ফলে ছৈয়দাবাদ এলাকা প্লাবিত হয়ে যাবে। এ ব্যাপারে তার প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সাংসদ সনির সকাশে জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ

নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সাথে জমিয়াতুল মোদার্রেছীন ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা এমপি সনি বলেন, আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ আলহাজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ মাদানী, সাধারণ সম্পাদক আলহাজ অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে খাদিজাতুল আনোয়ার সনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি