চন্দনাইশ উপজেলা পরিষদের পুকুরে দু’দফা গাইড ওয়াল নির্মাণ

113

চন্দনাইশ উপজেলা পরিষদের অর্থায়নে পরিষদের পুকুরে ১ বছরে দু’দফা গাইড ওয়াল নির্মাণ করার খবর পাওয়া গেছে। সে সাথে সংশ্লিষ্ট ঠিকাদারের ১০ শতাংশ জমানত বিলের সাথে ফেরত দেয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের ভিতরে পরিষদের পুকুরে উত্তর পাড়ে গত অর্থবছর ও চলতি অর্থ বছরে একই স্থানে দু’দফা গাইড ওয়াল নির্মাণের কাজ করা হয়েছে। জানা যায়, প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকটতম আত্মীয় আমজাদ হোসেন এইচ এইচ এন্টারপ্রাইজের নামে কাজটি পেয়ে গত অর্থ বছরে গাইড ওয়াল নির্মাণ করে সম্পূর্ন বিল তুলে নিয়ে যায়। গাইড ওয়াল নির্মাণের কিছুদিন পর মাটি ভরাটের সময় গাইড ওয়ালটি ভেঙে পুকুরে পড়ে যায়। চলতি অর্থ বছরে পুনরায় নতুনভাবে কাজ করতে হয়েছে এ গাইড ওয়াল নির্মাণ কাজ। ফলে পরিষদের বিশাল অংকের টাকা লোকসানে পড়েছে বলে স্থানীয়দের দাবি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন বলেছেন, গাইড ওয়াল নির্মাণ করার পর মাটি ভরাট করার কারণে ওয়ালটি ভেঙে পড়ে যায়। পুনরায় সংশ্লিষ্ট ঠিকাদার গাইড ওয়ালটি নির্মাণ করেছেন বলে তিনি জানান। সিকিউরিটির ১০ শতাংশ টাকা ঠিকাদারকে ফেরত দেয়ার কথা অস্বীকার করেন। স্থানীয়দের দাবী যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত সাপেক্ষে সরকারের বিশাল বরাদ্ধ যথাযথভাবে কাজে লাগানো হয়েছে কিনা। উপজেলার পরিষদের ম্যানুয়াল অনুকরন করা হয়েছে কিনা। না হয়ে থাকলে এ সকল বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ নেয়ার দাবি জানান।