চন্দনাইশে ৫ কোচিং সেন্টার সিলগালা

32

চন্দনাইশ সদর ও গাছবাড়িয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় ৫টি কোচিং সেন্টার সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দীন আহমেদ।
গতকাল ১২ ফেব্রুয়ারি সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দীন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সদর ও গাছবাড়িয়ায় ৫ কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন। এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কোচিং সেন্টার থেকে শিক্ষক, পরিচালক ও শিক্ষার্থীরা পালিয়ে যান বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, ভ্রাম্যমাণ আদালত গাছবাড়িয়ায় কনফিডেন্স প্লাস কোচিং সেন্টার, ডিসকভারি কোচিং সেন্টার, ইকনমিক টিচিং হোম, চন্দনাইশ সদর এলাকার অগ্রদূত কোচিং হোম, সাকসেস টিচিং পয়েন্ট কোচিং সেন্টার সিলগালা করে বন্ধ করে দেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন আহমেদ বলেন, গত ২৭ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার আদেশ অমান্য করে এসব কোচিং সেন্টার চালু রাখায় সিলগালা করা হয়েছে।