চন্দনাইশে ৪দিন পর মায়ের কোলে ফিরল নিখোঁজ শিক্ষার্থী ইমরান

39

চন্দনাইশ দোহাজারী পুলিশ ফাঁড়ির সহায়তায় ৪ দিন পর মায়ের কোলে ফিরে গেল মাদ্রাসার শিক্ষার্থী ইমরান (৯)। জানা যায়, পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার পুরানগড় নয়াহাট শাহ সরফুদ্দিন (রা.) দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. ইমরান গত ১৮ মার্চ সকালে মাদ্রাসা থেকে বেরিয়ে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। নিখোঁজের পর তার মা সালেহা বেগম আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত ২০ মার্চ সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন।
অবশেষে গত ২১ মার্চ রাত আনুমানিক ১১ টায় দোহাজারী স্টেশন রোড এলাকায় ঘোরাঘুরি করতে থাকে ইমরান। এ সময় ব্যবসায়ী শাহ আলম রুবেলের সন্দেহ হলে ইমরানকে জিজ্ঞাসাবাদ করলে, সে সাতকানিয়ার পুরানগড়ের ইলিয়াছের ছেলে বলে জানায়। শাহ আলম ইমরানকে দোহাজারী তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেন।
এ বিষয়ে ইরানের ছবিসহ প্রাপ্তি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়ার পর একই দিন রাত ১ টায় ইমরানের মা স্বজনদের নিয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রে আসেন। সালেহা বেগম জিডি’র কপি দোহাজারী তদন্ত কেন্দ্রে দেয়ার পর কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জিডি’র সূত্র ধরে ঘটনার সত্যতা পেয়ে ইমরানের প্রকৃত মাতা সালেহা বেগমের কোলে ফিরিয়ে দেন। এ সময় ছেলে ও মায়ের আবেগঘন পরিবেশের সৃষ্টি হলে উপস্থিত সবাই স্তম্বিত হয়ে যায়।

চন্দনাইশে মসজিদের
পুকুর ভরাটের অভিযোগ

উপজেলার দেওয়ান হাট পূর্ব মসজিদের পুকুর ভরাট করে জবর-দখলের চেষ্টার অভিযোগ করেছেন, মোক্তার হোসেন। সূত্রে জানা যায়, দেওয়ান হাট পূর্ব মসজিদের পুকুর ভরাট করে মুসল্লিদের ওজুর পানির সংকট সৃষ্টি করার অভিযোগ তুলেছেন পূর্ব হাছনদন্ডীর মৃত রাজা মিয়ার ছেলে মোক্তার হোসেন।
এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও থানা অফিসার ইনচার্জ বরাবরে পৃথক পৃথক লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।-চন্দনাইশ প্রতিনিধি

পদুয়া উচ্চ বিদ্যালয়
অভিভাবক প্রতিনিধি
নির্বাচন সম্পন্ন

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন গত ২০ মার্চ সম্পন্ন হয়েছে। কাজী আক্কাস উদ্দিন, জালাল উদ্দিন, জাহেদুল ইসলাম, টিটু দাশ ও লাকী দে অভিভাবকদরে ভোটে নির্বাচিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচনের প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করেন। স্কুলের প্রধান শিক্ষক মো. রফিক জানান, স্কুলের মোট ভোট সংখ্যা ছিল ৭৩৬ জন। প্রাপ্ত ভোট সংখ্যা ৫৪৭ ভোট।-রাঙ্গুনিয়া প্রতিনিধি