চন্দনাইশে ৩ দিনব্যাপী বইমেলা সম্পন্ন

25

সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বই মনস্ক মানুষ দেশের কল্যাণ কামনা করে এবং জ্ঞানী হয়। জ্ঞানী ব্যক্তিরা দেশ ও জাতির সম্পদ। আমাদের সাহিত্য, সংস্কৃতি যেন আন্তর্জাতিক পর্যায়ে আরো বিস্তার লাভ করে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আজকের পৃথিবীতে কোন দেশ একা চলতে পারে না, সারা বিশ্বকে নিয়ে চলতে হবে। তাই অন্য দেশের ভাষা শেখাও গুরুত্বপূর্ণ। তাই বলে নিজের ভাষাকে ভুলে যাওয়া আমাদের কাম্য নয়। ভাষার মর্যাদা আমাদের সব সময় দিতে হবে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু ছাত্রলীগ গড়ে তোলেন। তারই প্রস্তাবে সেদিন ভাষা আন্দোলনের জন্য ছাত্র সমাজ, ছাত্রলীগ, তমুদ্দিন মজলিশসহ প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ১১ মার্চ থেকে মুলত ভাষা আন্দোলন শুরু। আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়েছে, হয়রানির শিকার হতে হয়েছে। তার এ সব ইতিহাস জানতে হলে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আত্মজীবনী মুলক গ্রন্থ পড়ার উপর গুরুত্বারোপ করেছেন তিনি। ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের ঘোষণাপত্র বাংলা না উর্দু প্রকাশ করে প্রকাশ্যে ভাষা আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন প্রিন্সিপাল আবুল কাশেম। সে ধারাবাহিকতায় ১৯৪৮ সালের মার্চ হরতাল, পিকেটিং, সচিবালয় ঘেরাও করার মধ্যদিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ৮দফা দাবি মেনে নিয়ে চুক্তি স্বাক্ষর করান। এর মাধ্যমে সুচিত হয় ভাষা আন্দোলনের প্রথম বিজয়। গত ২১ ফেব্রæয়ারি সমাপনী দিন বিকেলে চন্দনাইশ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রিন্সিপাল আবুল কাশেম ট্রাস্টের উদ্যোগে ৫ম বারের মতো ৩দিনব্যাপী বই মেলা সম্পন্ন হয়েছে। লেখক ও ভাষা আন্দোলন ইতিহাস গবেষক মাহমুদ বিন কাসেম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, লেখক শামসুল আরেফিন, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক চন্দনাইশ উপজেলা আ.লীগ ও সদস্য চট্টগ্রাম জেলা পরিষদ আলহাজ্ব আবু আহমেদ জুনু চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী। গত ২০ ফেব্রূয়ারি ২য় দিনের আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, লেখক সৈয়দ বাহাউদ্দিন, রাজ্জাক, কফিল উদ্দিন, নুরুল আলম, প্রধান শিক্ষক যথাক্রমে বিষ্ণুযশা চক্রবর্তী, প্রমোদ রঞ্জন বড়ুয়া প্রমুখ।