চন্দনাইশে ২৩ দিন পর নিখোঁজ ঐশি উদ্ধার

66


চন্দনাইশ দোহাজারী থেকে গত ২০ জানুয়ারি নিখোঁজ হয়ে অবশেষে গতকাল ১২ ফেব্রূয়ারী আদালত এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে ঐশিকে।
জানা যায়, দোহাজারী হাজারী পুকুরপাড় এলাকায় রূপন চৌধুরীর ১৬ বছরের কন্যা ঐশি চৌধুরী গত ২০ জানুয়ারী প্রেমঘটিত কারণে পদুয়া এলাকার নাছির উদ্দিনের ছেলে ইরফানুল হক রিমন (৩০) সাথে পালিয়ে যায়।
এব্যাপে ঐশির মা সীমা চৌধুরী বাদী হয়ে গত ২২ জানুয়ারি চন্দনাইশ থানা একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
অবশেষে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী নেতৃত্বে গত ১২ ফেব্রূয়ারি চট্টগ্রাম আদালত এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে ঐশি আদালতে ২২ ধারা জবানবন্দি দেয় বলে তিনি জানান। ঐশিকে তার পরিবারের পক্ষ থেকে জিম্মার আবেদন জানাইলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে শুনানীর শেষে ঐশিকে জিম্মা না দিয়ে সেইফ কাস্টুডিওতে পাঠিয়ে দেয়। অবশেষে দীর্ঘ ২৩ দিন পর ঐশিকে উদ্ধার করেছে পুলিশ।