চন্দনাইশে হীড বাংলাদেশের শিক্ষা উপবৃত্তি প্রদান সম্পন্ন

12

চন্দনাইশ প্রতিনিধি

আর্ত মানবতার সেবায় নিয়োজিত হীড বাংলাদেশের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশের তাদের গ্রাহকদের ছেলে-মেয়েদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ উপলক্ষে এসএসসি, এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান চন্দনাইশ উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
গত ২১ মে সকালে হীড বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রাম এলাকার মাইক্রো-ফাইন্যান্স কর্মসূচির আওতায় ২০২১ সালে এসএসসি, এইচএসসিতে উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পরীক্ষায় উত্তীর্ণদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠান এলাকার ব্যবস্থাপক এমএ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, বাশঁখালী, সাতকানিয়া উপজেলার ৫১৪ জন শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার থেকে ৫ হাজার টাকা হারে ১৫ লক্ষ ৬ হাজার টাকা এককালীন শিক্ষা উপবৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, এসআই কামরুজ্জামান, পিপিএস’র নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী। চন্দনাইশের শাখা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, লিয়াজু অফিসার জর্জ এন্ডু বিশ্বাস, শাখা ব্যবস্থাপক যথাক্রমে, মো. হায়দার আলী, মো. হুমায়ুন কবির, মো. বেলাল উদ্দীন, জনি সিকদার, জগজিৎ মন্ডল, শিক্ষার্থী সালেহা বেগম, রুবি দাশ, অভিভাবক মফিজ উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করবে। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মাতৃকার টানে নিজেকে গড়ে তোলার আহবান জানান। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তোলার আহŸান জানান।