চন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৭

20

চন্দনাইশ থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৮ জনকে আটক করেছে। এসময় ১টি সিএনজি অটোরিকসা জব্দ করে পুলিশ। জানা যায়, চন্দনাইশ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ফেব্রূয়ারি ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ গাছবাড়িয়া মক্কা পেট্টোল পাম্পের সামনে চেক পোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী পিক-আপ থামিয়ে অভিযান চালিয়ে শরীয়তপুরের মেহের চান গাজী’র ছেলে মনছুর আলী (৩২), একই এলাকার আবদুর রউফ সিকদারের ছেলে রাশেদ পারভেজ (৩৬) কে ২ হাজার ১২ পিচ ইয়াবাসহ আটক করে। অপরদিকে গত ১৬ ফেব্রূয়ারি দিবাগত গভীর রাতে বৈলতলী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকসা আটক করে। এসময় সিএনজি অটোরিক্সায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সাতকানিয়ার ছদাহার মো. নুরুল আলমের ছেলে মো. মহিউদ্দিন (২২), একই উপজেলার দক্ষিণ ঢেমশার মো. ওমর আলীর ছেলে মো. তাজুল ইসলাম (৩৬) কে আটক করে। অপরদিকে দক্ষিণ হাশিমপুর জাতীয় তরুন সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচ তলা থেকে মো. জসিম উদ্দীনের ছেলে মো. সাইফ উদ্দিন (২৫)কে ৬০ পিচ ইয়াবাসহ আটক করে। এদিকে গাছবাড়িয়া কাঞ্চনপাড়া থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলমগীর (৬০) কে আটক করে। সে আবদুল আলিমের ছেলে বলে জানা যায়। এদিকে গত ১৮ ফেব্রূয়ারী ভোর রাতে দোহাজারী কিল্লা পাড়া থেকে সাজাপ্রাপ্ত আসামী মো. শিমুল (৩০) কে আটক করে। সে ঐ এলাকার মো. ইউনুছের ছেলে বলে জানা যায়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার।