চন্দনাইশে মোটরবাইক ও ব্যাটারি চালিত রিকশা মুখোমুখী সংঘর্ষ

18

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকায় মোটর বাইক ও ব্যাটারি চালিত রিক্সা মুখোমুখী সংঘর্ষে শিশু-মহিলাসহ ৫ জন আহত হয়। গত ২৮ মে দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার পাঠানিপুল এলাকায় দোহাজারী অভিমূখী নাম্বারবিহীন মোটর বাইকের সাথে পটিয়া অভিমূখী ব্যাটারি চালিত রিক্সায় মুখোমুখী সংঘর্ষে গাড়ি দুটি ধুমড়ে মুছড়ে যায়। এ সময় বাইক চালক রাঙ্গুনিয়া এলাকার মো. সাইফুল (১৭), অটোরিক্সা চালক দেয়ানহাট এলাকার সুলতান আহমদের ছেলে ওমর ফারুক (২০), যাত্রী তসলিমা আক্তার (১৫), কানু আক্তার (১২), রাফি (১০) আহত হয়। আহতদেরকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে নিয়ে যায়। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াছিন আরফাত বলেছেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা নেন। তারা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান। দূর্ঘটনায় কবলিত নাম্বার বিহীন মোটর বাইক ও ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার করে থানায় নিয়ে যান বলে জানান।