চন্দনাইশে বধির উন্নয়ন সংঘের শীতবস্ত্র বিতরণ

46

চন্দনাইশ উপজেলার বধির উন্নয়ন সংঘের উদ্যোগে তালিকাভুক্ত দু:স্থ, বোবা, বধির, পঙ্গু, অন্ধ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১৮ জানুয়ারি চন্দনাইশ বধির উন্নয়ন সংঘের উদ্যোগে সাতঘাটিয়া পুকুর পাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তালিকাভুক্ত দু:স্থ, বোবা, বধির, পঙ্গু, অন্ধ, প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বলরাম চক্রবর্তী ভানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী।
এতে বিশেষ অতিথি ছিলেন এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, মো. জাবের হোসেন, এম এ মুছা, মো. জাকের হোসাইন, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সুবল দেব। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তপু সমান্ত, নুরুল আবসার, আজিজুর রহমান, বধির শিক্ষক গোপা দাশ, বধির আবদুল করিম, আয়ুব আলী, অনামিকা সমান্ত প্রমুখ। সংগঠনের নগরীর ডবলমুরিংসহ দক্ষিণ চট্টগ্রামের ৭ উপজেলার ২৫০ জন সদস্য রয়েছে। ২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর এ সকল সদস্যরা তাদের দুঃখ-কষ্ট লাঘবে একটি বধির বিদ্যালয় প্রতিষ্ঠা করে। তারা বলেন, সুযোগ পেলে তাদের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অংশীদার হতে পারবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।