চন্দনাইশে বইমেলা শুরু আজ

63

চন্দনাইশে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী প্রিন্সিপাল আবুল কাসেম বইমেলা। প্রিন্সিপাল আবুল কাসেম ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠেয় এ মেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে রয়েছে আলোচনা সভা, কবিগান, পুঁথিপাঠ, জারিগান, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহাসিক ছবি প্রদর্শনী ইত্যাদি। এছাড়াও এতে বইসহ বিভিন্ন জিনিসপত্রের বিকিকিনির মেলা বসবে। প্রথম দুই দিন (১৯-২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শেষ দিন ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী মেলার কার্যক্রম চলবে। ২১ ফেব্রুয়ারি সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহমুদ বিন কাসেম। আজ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা। কাল বুধবার দ্বিতীয় দিনে সভাপতিত্ব করবেন চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু। খবর বিজ্ঞপ্তির