চন্দনাইশে প্রতিপক্ষের পানি চলাচলে মাটির ঘর ধ্বসে পড়ার অভিযোগ

105

চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফা পাড়া এলাকায় প্রতিপক্ষের পানি চলাচলের কারণে মাটির ঘর ধ্বসে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে গৃহকর্তা এড. মো. রাহাত উদ্দীন বাদি হয়ে চন্দনাইশ থানায় গত ১০ নভেম্বর একটি অভিযোগ দায়ের করেন। সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লোকজন এড. রাহাত উদ্দীনের মাটির ঘরের পাশ দিয়ে বাথরুম এবং ভিটের পানি চলাচল করিয়ে আসছিল। এড. রাহাত এব্যাপারে একাধিকবার বাঁধা দেয়ার পরও প্রতিপক্ষগণ পানি চলাচরের বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। ফলে গত ১০ নভেম্বর রাতে ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারী বর্ষণের সময় পানি প্রতিপক্ষের ভিটের পানি বাদির মাটির ঘরের পাশ দিয়ে চলাচল করার কারণে ১০ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার সময় মাটির ঘরটি ধ্বসে পড়ে। এসময় ঘরে থাকা লোকজনের প্রাণহানি না ঘটলেও ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-ছোপড় অন্যান্য মালামালের ব্যাপক ক্ষতি সাধন হয়। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।