চন্দনাইশে প্রতিটি গ্রামে আসছে নিরাপদ পানির নতুন প্রকল্প

152

প্রতিটি গ্রামের সাধারণ গ্রামবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহে নতুন একটি বড় প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। সারাদেশে প্রায় ছয় লাখ গভীর-অগভীর নলকূপ বসানো হবে এ প্রকল্পের আওতায়। পাইপলাইনেও পানি যাবে কোনো কোনো এলাকায়। এ ছাড়া বৃষ্টির পানি ধরে রাখতে তিন হাজার ২শ ১০টি রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট স্থাপনসহ আরও কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। চলতি মাসেই ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ নামের এ প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ জন্য ৮ হাজার ৮’শ ৫১ কোটি টাকার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়েছে। সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থের মাধ্যমে ২০২৫ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। জাতীয় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নীতিমালা অনুযায়ী, গ্রামাঞ্চলে প্রয়োজনীয় সংখ্যক নিরাপদ পানির উৎস স্থাপনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে সরকারের। বর্তমানে দেশে ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানি সুবিধার আওতায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। নীতিমালা অনুযায়ী পানি সরবরাহের জন্য প্রতি ৫০ জনে একটি পানির উৎস বা নলকূপ স্থাপন করা হবে। সে হিসাবে গ্রামাঞ্চলে নলকূপের সংখ্যা বাড়ানোর মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিটি নলকূপের জন্য ব্যবহারকারীর সংখ্যা ১শ ৫ থেকে ৫০ জনে কমিয়ে আনা হয়েছে। সূত্র জানা যায়, বর্তমানে সারাদেশে চালু নলকূপ রয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪শ ৬০টি থাকার পরও ১৩ শতাংশ মানুষ নিরাপদ পানি পাচ্ছে না।