চন্দনাইশে নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত

21

চন্দনাইশে গত ৪ জুন নতুন ২১ জনসহ মোট ৮৫ জন করোনা রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার গাড়ি চালকসহ ৩ জন, পৌরসভার ১ কর্মচারীসহ ২১ জন নতুনভাবে করোনা রোগে আক্রান্ত হওয়ায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। জানা যায়, মার্চ মাসের মাঝামাঝি বিশে^ করোনা রোগ ছড়িয়ে পড়ার পর থেকে চন্দনাইশে ঈদের পূর্ব মুহুর্ম পর্যন্ত মাত্র ১২ জন রোগী সনাক্ত হয়েছিল। ঈদ উপলক্ষে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে গার্মেন্টকর্মী, ব্যবসায়ী, পেশা জীবী মানুষ এলাকায় এসে পড়লে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকে। ফলে ঈদ পরবর্তী ২ দিনে ২৩ জন, গত ৪ জুন হঠাৎ করে সর্বোচ্চ ২১ জন রোগী সনাক্ত হওয়ায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। এদের মধ্যে এসিল্যান্ড অফিসের প্রদীপ কান্তি নাথ, দিদারুল ইসলাম, গাড়ি চালক মিনার, চন্দনাইশ পৌরসভার কর্মচারী শহিদুল ইসলাম, হাজী লেদু মিয়া, মহিউদ্দীন, লায়লা বেগম, মকবুল আহমদ, স্বপন কান্তি বড়ুয়া, শেপালী বড়ুয়া, আবদুল জব্বার, কামরুল আহসান, মনোরঞ্জন নাথ, খলিলুর রহমান, আবদুল হামিদ, হাবিবুর রহমান, সাইফুর রহমান, সোহেল রানা, জামাল উদ্দীন, আইয়ুব আলী, রফিকুল ইসলাম, মো. বাবরের রির্পোট পজেটিভ আশায় করোনা রোগী সনাক্ত হয়েছে। ফলে চন্দনাইশে এ পর্যন্ত চন্দনাইশ পৌরসভার মেয়র, মাহাবুবুল আলম খোকা, তিন চিকিৎসক, ৮ পুলিশ, চন্দনাইশ উপজেলা পরিষদের ২ কর্মচারীসহ ৮৫ জন সনাক্ত হয়েছে। তৎমধ্যে ২ চিকিৎসকসহ ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।