চন্দনাইশে তুচ্ছ ঘটনার মারামারিতে আহত ১৩

21

উপজেলার বিভিন্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক পৃথক মারামারিতে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ১০ জন আহত হয়। গত ২৯ মার্চ জামিজুরী এলাকায় মারামারিতে জামিজুরী মুজিবুর রহমানের ছেলে আরমান (১৯), আবদুল জব্বার ছেলে মারুফ হাসান (২০), গাছবাড়িয়ার মৃত আবদুস সবুরের ছেলে শওকত আলম (২৮), বরমা বাতাজুড়ি এলাকায় জায়গা জমির বিরোধের জের ধরে মারামারিতে মৃত আবদুল আলীমের ছেলে সিরাজুল ইসলাম খান (৭২), তার ছেলে সায়েম খান (২৭), শাকিল খান (২০), ভাই আরিফ খান (৫৫), অপরদিকে প্রতিপক্ষের মৃত আবদুল মোনাফের ছেলে মো. সেলিম (৬০), তার স্ত্রী জ্যোৎনা আকতার (৩৭), ছেলে তানজিম (১৪) আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এদিকে বিকেলে দোহাজারী চাগাচর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলী হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৪৫), মেয়ে নাজমুন আকতার (১৬), মো. ইসমাইল (১০) আহত হয়। আহতদেরকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এসকল ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়। অপরদিকে গত ২৮ মার্চ রাতে উপজেলার বৈলতলী এলাকায় সুদের টাকা চাইতে গিয়ে আবদুর রহিম ও আরমানের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়ে আহত হলে পুলিশ ২ জনকে আটক করে নিয়ে আসে। প্রতিবেদন লেখা পর্যন্ত পক্ষদ্বয়ের মধ্যে সমঝোতার চেষ্টা চলছিল বলে পুলিশ জানায়।