চন্দনাইশে জেএসসিতে ৯২জেডিসিতে ২০ জন বৃত্তি পেয়েছে

60

উপজেলার ২৫টি উচ্চ বিদ্যালয় ও ১৬ টি মাদ্রাসায় জেএসসি, জেডিসিতে বৃত্তি পেয়েছে ১১২ জন। জেএসসিতে ট্যালেন্টপুলে ২৮, জেডিসিতে ৭ জনসহ ৩৫ জন। জেএসসিতে সাধারণ গ্রেডে ৬৪, জেডিসিতে ১৩ জনসহ ৮৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বরাবরের মতই বেগম গুল চেমন আরা একাডেমি থেকে ট্যালেন্টপুলে ১৩, সাধারণ গ্রেডে ২২ জনসহ ৩৫ জন বৃত্তি পেয়ে দক্ষিণ চট্টগ্রামে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। অপরদিকে বরকল এস জেড উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ৬, সাধারণ গ্রেডে ৭, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ৪, সাধারন গ্রেডে ২,গাছবাড়িয়া এনজিও সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ২, সাধারণ গ্রেডে ৭, দোহাজারী আ. উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ২, সাধারণ গ্রেডে ৩, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় ৫, বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, জোয়ারা বিসি উচ্চ বিদ্যালয় ৩ জন করে, হাশিমপুর এম একে উচ্চ বিদ্যালয় ২ জন, কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, সুচিয়া আর কে উচ্চ বিদ্যালয়, বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়, গাছবাড়ীয়া মমতাজ বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চামুদরিয়া ইউনাটেড ইনিস্টিটিউট উচ্চ বিদ্যালয় ১ জন করে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
অপরদিকে জেডিসিতে জামিজুরী রজবিয়া ফাজিল মাদ্রাসায় ট্যালেন্টপুলে ২, সাধারণ গ্রেডে ৩, সাতবাড়িয়া বার আউলিয়া আলিম মাদ্রাসা ট্যালেন্টপুলে ১, সাধারণ গ্রেডে ১, জাপরাবাদ ফাজিল মাদ্রাসা ট্যালেন্টপুলে ১, সাধারণ গ্রেডে ১, হাশিমপুর মকবুলিয়া ফাজিল মাদ্রাসা ট্যালেন্টপুলে ১, সাধারণ গ্রেডে ৩, হাছনদন্ডী এম রহমান আলিম মাদ্রাসা ট্যালেন্টপুলে ১, সাধারণ গ্রেডে ২, উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসায় ট্যালেন্টপুলে ১ এবং জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা জাহাঁগিরিয়া সুফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, কানাইমাদারী কাদেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ১ জন করে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।