চন্দনাইশে জিপিএ ৫ পেয়েছে এস এসসিতে ১১২ ও দাখিলে ৬ জন

55

চন্দনাইশ উপজেলার ২৫ টি উচ্চ বিদ্যালয় ও ১৭ টি মাদ্রাসায় ৪৪১৮ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৫৬৬ জন। এস এস সি তে জি পি এ ৫ পেয়েছে ১১২ জন ও দাখিলে ৬ জন। এদিকে বেগমগুল চেমনারা উচ্চ বিদ্যালয়ে জিপিএ৫ পেয়েছে ২৯ জন, গাছবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে জিপিএ৫ পেয়েছে ২০ জন, দোহাজারী আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ে জিপিএ৫ পেয়েছে ১৩ জন, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ৯ জন, হাশিমপুর এম এ কে উচ্চ বিদ্যালয়ে জিপিএ৫ পেয়েছে ৮ জন, সাতবাড়িয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ৫ পেয়েছে ৭ জন, বরমা জাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ৫ পেয়েছে ০৭ জন, কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ০৭ জন, ফাতেমাজিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ৫ পেয়েছে ০৫ জন, দোহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ৫ পেয়েছে ০৩ জন, বরকল আবদুল হাই উচ্চ বিদ্যালয় জিপিএ৫ পেয়েছে ২ জন, জোয়ারা বিশম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জিপিএ৫ পেয়েছে ০১ জন, কেশুয়া উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ০১ জন। জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় জিপিএ ৫ পেয়েছে ০২ জন, হাশিমপুর মকবুলিয়া ফাজিল মাদ্রাসায় জিপিএ৫ পেয়েছে ০২ জন, সাতবাড়িয়া শাহ আমানত (র.) দাখিল মাদ্রাসায় জিপিএ ৫ পেয়েছে ০১ জন, সাতবাড়িয়া বার আউলিয়া আলিম মাদ্রাসায় জিপিএ৫ পেয়েছে ০১ জন।