চন্দনাইশে ছড়া দখল করে ঘর নির্মাণের চেষ্টা

56

চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চণনগর এলাকায় পানি চলাচলের ছড়া দখল করে পাকা দালান নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী মহল। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে জাহিদুল হক বাদি হয়ে অতিরিক্ত জেলা হাকিমের আদালতে মামলা দায়ের করার পাশাপশি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন বলে জানা যায়। গত ১৯ নভেম্বর এলাকায় উত্তেজনা বিরাজ করলে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দক্ষিণ কাঞ্চণনগর নগর পাড়া এলাকায় পানি চলাচলের ঢেবারকুল ছড়া দখল করে পাকা দালান নির্মাণ করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। দালান নির্মাণের সময় স্থানীয়রা বাঁধা প্রদান করলে নির্মাণ কাজ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে গত ১৭ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক, ৭ নভেম্বর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বরাবরে প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছেন জাহিদুল হক। স্থানীয়দের দাবি ঢেবারকুল ছড়াটি দখল করে দালান নির্মাণ করলে বর্ষা মৌসুমে পুরো এলাকা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হবে। এ ব্যাপারে স্থানীয় মেম্বার মো. জাফর জানান, ছড়ার উপর দালান নির্মাণ করলে বর্ষা মৌসুমে পানি চলাচল ব্যাহত হবে। এ বিষয়ে দালান নির্মাণকারী মো. ইদ্রিচের সাথে কথা বলতে চাইলে তারা বাড়িতে না থাকায় এবং মোবাইল ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে গত ১৫ দিন ধরে স্থানীয়দের সাথে দালান নির্মাণকারী মো. ইদ্রিচের সাথে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় উভয় পক্ষ স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর শরনাপন্ন হলে তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। গত ১৯ নভেম্বর থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী সরেজমিনে তদন্ত করেছেন বলে জানান। তিনি বলেন, চলাচলের রাস্তা ছাড়া ছড়ার উপর কোন স্থাপনা নির্মাণ করার সুযোগ নেই।