চন্দনাইশে চোর দলের নেতা তাহের আটক

117

চন্দনাইশ থানা পুলিশ কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর দলের নেতা আবু তাহেরকে আটক করেছে। গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার জুলধা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর দলের নেতা আবু তাহের (৩৫) কে আটক করেছে। সে জুলধা এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা যায়। থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী বলেছেন গত ১৮ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকায় গ্যাস সিলিন্ডার চুরি করে নেয়ার সময় পুলিশ ধাওয়া করে। এ সময় চোরের দল এস আই খাজু মিয়াকে ধাক্কা দিয়ে সিএনজি টেক্সি থেকে ফেলে দিয়ে গুরতর আহত করে কয়েকজন পালিয়ে যায়। এ সময় কর্ণফুলী চর পাথরঘাটা এলাকার আবদুল করিমের ছেলে আরিফ হোসেন রকি (২৮) কে চোর আটক করে। রকি স্বেচ্ছায় ম্যাজিস্টেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে আবু তাহেরের নাম বলে। পুলিশ সে সূত্র ধরে আবু তাহেরকে আটক করে। তাদের সাথে আরো ২ জন চোর ছিল বলে জানা যায়। এ সকল চোরের দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের স্পিডব্রেকারের স্থানে মালবাহী ট্রাকের গতি কমলে কৌশলে গাড়িতে উঠে পড়ে। এ সময় তারা সিএনজি গ্যাসের বোতলসহ বিভিন্ন মালামাল রশি কেটে নিচে ফেলে দেয়। পিছন থেকে সিএনজি টেক্সি করে আসা অন্যান্য সহযোগি চোরেরা সে সকল মালামাল তাদের টেক্সিতে করে নিয়ে যায়। অনেক তথ্য প্রমাণের ভিত্তিতে এ সকল চোরের দলকে পুলিশ সনাক্ত করে আটক করেছে। অফিসার ইনচার্জ আরো জানান, আবু তাহেরের চাচা আবদুল কুদ্দুসও ১জন চোর। তাহেরকে এলাকায় কুদ্দুস চোরের ভাতিজা হিসেবে চিনে।