চন্দনাইশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল

77

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি নেতা নুরুল আনোয়ার কর্র্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ২৫ জুন চন্দনাইশে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রৌশনহাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে মুজাফরাবাদ এলাকায় সমাবেশ করেন। উপজেলা বিএনপির নেতা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এম এ হাসেম রাজু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম উদ্দিন। চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল মজিদ শাহ, পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন, চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলমগীর, চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সভাপতি আবদুল মন্নান, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন, মহানগর ছাত্রদল নেতা সালাউদ্দিন শাহেদসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এম এ হাসেম বলেন, নুরুল আনোয়ার বিগত ১২ বছর ধরে সরকার বিরোধী বিএনপির কোনো কর্মসূচিতে অংশ গ্রহণ করেননি। সরকারের রোষানলে পড়ে শতাধিক মামলার আসামি হয়ে জেল-জুলুম ও নির্যাতন শিকার নেতা ডা. শাহাদাতের বিরুদ্ধে তথাকথিত বিএনপি নামধারী (দাবি) নুরুল আনোয়ার মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি সমাবেশে নুরুল আনোয়ারকে চন্দনাইশে অবাঞ্চিত ঘোষণা করে বিএনপি নেতা শাহাদাতের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

মানবপাচার প্রতিরোধে করণীয়
শীর্ষক আলোচনা সভা

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলায় পৌরসভা কার্যলয়ে নিরাপদ অভিবাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষে এনজিও কারিতাস চন্দনাইশ শাখার উদ্যোগে মানবপাচারকারী প্রতিরোধে করণীয় সর্ম্পকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুন চন্দনাইশ পৌরসভা কার্যলয়ে কারিতাস চন্দনাইশ শাখার ফ্যাসিলিটেটর মি. প্যাট্রিক গোমেজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার ইনর্চাজ কেশব চক্রবর্তী, এনজিও এর পিপিএস নুরুল হক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ডলি প্রæ মার্মা, মুহাম্মদ বাদশা মিয়া, মুহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা যুবসমাজ ও ছাত্রসমাজের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে মানবপাচারকারী ও মাদক সেবনকারী একটি জগন্যতম কর্মকাÐ। যে কর্মকাণেল্ডর সাথে বর্তমান সময়ের যুবসমাজ ও ছাত্রসমাজ জড়িত হয়ে নানার রকম অপরাধ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ হতে প্রতি বছর প্রায় ৫ থেকে ৬ লাখ কমী কাজ করার জন্য বিদেশ পাড়ি দিচ্ছে। যার অধিকাংশ কর্মী নানার রকম মানব পাচারকারীর হাতে জিম্মি হয়ে আর্থিকভাবে সংকটে পড়ছে।