চন্দনাইশে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

24

চন্দনাইশ উপজেলা কৃষকলীগের এক বর্ধিত সভা গত ১৪ অক্টোবর গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবিরের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক কায়সার উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলী, পৌরসভা আয়োমী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, বন ও পরিববেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম চৌধুরী।
এতে অন্যদের মদ্যে উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা আবদুস সবুর, মো. আবদুর রহিম, জমির উদ্দীন চৌধুরী, শহিদুল কবির শাহিন, জিয়াতুর রশিদ মিটু, হেলাল উদ্দীন চৌধুরী, রেজাউল করিম দুলাল, মোরশেদুল আলম চৌধুরী, মাও. আবুল কাশেম, মোস্তাক আহমদ, আনিসুর রহমান, আবু জাফর মেম্বার, সেলিম উদ্দীন, আইয়ুব আলী মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার, মোস্তাক আহমদ, রফিক আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সারের জন্য এদেশের কৃষককে গুলিতে প্রাণ দিতে হয়েছিল। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে সারের কোন সংকট নেই। কৃষকদের চাহিদা মতো সার কৃষকের ঘরেই পৌছে যাচ্ছে। সরকারের মহা পরিকল্পনার ফলে কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সভায় আগামী ডিসেম্বর মাসে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।