চন্দনাইশে কর্মরত সাংবাদিকের সাথে ইউএনও’র মতবিনিময়

10

চন্দনাইশে নবাগত ইউএনও’র সাথে স্থানীয় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গত ২০ ফেব্রূয়ারি চন্দনাইশ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেনের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবলু, মাস্টার নুরুল আলম, এমএ মুছা, আবু তালেব আনছারী, মো. কেমরুদ্দিন, এসএম মহিউদ্দিন, আবু মহসিন, মো. নুরুল আলম, মো. শাহাদত হোসেন, সৈকত দাশ ইমন, এমএ হামিদ, এসএম রাশেদ, মো. আমিনুল ইসলাম রুবেল, মো. কামরুল ইসলাম মোস্তাফা, মঈন উদ্দিন, জাকের হোসেন, আজিমুশ শানুল হক দস্তগীর, তৌফিক আলম চৌধুরী মো. ফায়জুল হক দস্তগীর প্রমুখ।
এ সময় নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন বলেন, ৩০ তম ব্যাচে বিসিএস পাশ করার পর ২০১২ সালে চাকরি শুরু করেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারাটায় ইবাদত। ২০০৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার অঙ্গীকার করে ক্ষমতায় এসেছিলেন। একইভাবে বারাক ওবামা পরিবর্তনের অঙ্গীকারের প্রতিশ্রউতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। মানুষ পরিবর্তন চায়। বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়নের ব্যাপক পরিবর্তন ঘটিয়েছেন। মিশন এবং ভিশন গোল্ডেন টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। কোন কমিউনিটি আলাদাভাবে সুযোগ পাচ্ছে না। প্রত্যেকে সমভাবে সুযোগ-সুবিধা পাচ্ছে। তিনি বলেন, প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, উচ্চ বিদ্যালয় সরকারিকরণসহ পিছিয়ে পড়া এলাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রগতির কার্যক্রমে সকলের পাশাপাশি সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা কামনা করেছেন।