চন্দনাইশে করোনা ভাইরাসের কারণে পুদিনা চাষিরা বিপাকে

100

চন্দনাইশের বিভিন্ন এলাকায় রমজান মাসকে সামনে রেখে ব্যাপক পুদিনা পাতার চাষাবাদ হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে কৃষকেরা সময়মত পুদিনা পাতা বিক্রি করতে না পারায় লোকসান গুনতে হবে তাদের। সুগন্ধি জনপ্রিয় পুদিনা পাতা ঔষধি হিসেবে বহুল প্রাচীনকাল থেকেই পরিচিত। পুদিনা চাষে কৃষকরা আর্থিকভাবে অনেক লাভবান হলেও করোনা ভাইরাস ও লকডাউনের কারণে পুদিনা পাতা বিক্রি নিয়ে বিপাকে উপজেলার শতাধিক কৃষক। দেশে ধারাবাহিক লকডাউন চলতে থাকায় পুদিনা চাষীদের বিক্রি শুধু নিজ এলাকায় সীমাবদ্ধ। যদি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা আসতো, তাহলে আরো বেশি লাভবান হতো পুদিনা চাষীরা। এই পুদিনা পাতায় অনেক উপকারিতা ও অন্যান্য উপাদান রয়েছে। পুদিনা পাতার মধ্যে প্রচুর পরিমান অ্যান্টি, অক্সিড্যান্ট থাকে, যা ক্যান্সার, হৃদরোগসহ আরো ভংঙ্কর রোগ থেকে মানুষকে বাঁচাতে সাহায্যে করে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পুদিনা পাতা খাওয়া গেলে গলার ক্ষত প্রতিরোধ করে, দাঁত ও মাড়ির ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে। এছাড়া পুদিনার চা শরীরের নির্দিষ্ট অংশের উপর কাজ করতে পারে। শ্বাসসতন্ত্রের জন্য খুবই উপকারী পুদিনা। পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ১০ হেক্টর জমিতে ব্যাপক ভাবে পুদিনার চাষ করেছেন কৃষকরা। তবে আশানুরোপ বিক্রি করতে না পারায় লোকসান গুনতে হবে কৃষকদের। রমজান মাসের কথা চিন্তা করে উপজেলার পাহাড়ি এলাকা জুড়ে দিনরাত পরিশ্রম করে সুগন্ধি জনপ্রিয় পুদিনার চাষ করেছেন কৃষকেরা।
পুদিনার সফল চাষি আবুল কালাম জানান, এ এলাকার কৃষকরা ম‚লত রমজান মাসের কথা চিন্তা করে পুদিনার চাহিদাকে মাথায় রেখে প্রতিবছরের মত এই বছরও বাণিজ্যিকভাবে পাহাড়ি এলাকায় পুদিনার চাষ করেছিল। এতে শ্রমিক ও বিভিন্ন বাবদ আমার খরচ বাদ দিয়ে পুদিনা পাতা বিক্রি করে লাভের মুখ দেখা কষ্টসাধ্য হয়ে পড়েছে কৃষকদের। বাজার দর ভাল থাকলেও চাহিদা কম থাকায় আশানুরূপ বিক্রি হচ্ছে না। উপজেলার কৃষি কর্মকর্তা, স্মৃতি রাণী সরকার বলেছেন, এখানকার পাহাড়ি ভ‚মি এবং পাহাড়ের ঢালুতে গুণে ভরা ঔষধি উদ্ভিদ পুদিনা পাতা চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। এবারও অধিক লাভের আশায় অনেক কৃষক রমজান মাসকে সামনে রেখে বাণিজ্যিকভাবে পুদিনা পাতার চাষ করেছেন। পুদিনা চাষীদের ফলন বৃদ্ধিতে পরামর্শ দেয়া হয়েছে। ফলনও ভালো হয়েছে। কফ সর্দিজ¦র ও কুষ্ঠ রোগের জন্য পুদিনা পাতা উপকারী। এছাড়া পুদিনা পাতা সিদ্ধ করে বেটে মধুর সাথে মিশিয়ে খেলে পায়ের গোদের উপকার হয়। বহুল প্রাচীনকাল থেকেই পুদিনা পাতার ব্যবহার করে চলেছে মানুষ।