চন্দনাইশে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন বরমা সাইক্লোন সেন্টার

86

চন্দনাইশ উপজেলার বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ৫ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন সাইক্লোন সেন্টার ভবন নির্মাণ করেছে ইসলামিক উন্নয়ন ব্যাংক, জেদ্দা, সৌদি আরব। আগামী ২ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। উপজেলার ঐতিহ্যবাহী সেন পরিবারের প্রতিষ্ঠিত বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ৫ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন সাইক্লোন সেন্টার ভবন নির্মাণ করেছে ইসলামিক উন্নয়ন ব্যাংক, জেদ্দা, সৌদি আরব। ত্রিতল বিশিষ্ট এ ভবনে নীচতলায় খালি রেখে ২টি সিঁড়ি সম্বলিত দ্বিতীয় ও তৃতীয় তলায় পৃথক পৃথক ৪টি ওয়াশরুমসহ ৬টি কক্ষ নির্মাণ করা হয়। সে সাথে নীচ তলায় খোলা রেখে ১টি হলরুম তৈরি করা হয়েছে। এ ভবনটি বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামকে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য হস্তান্তর করা হবে। ফায়েল-খায়ের প্রোগ্রামের অংশ হিসেবে বাংলাদেশে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মাণ করা হয়েছে এ সেন্টার। বাস্তবায়ন করেছে ইসলামিক উন্নয়ন ব্যাংক, জেদ্দা, সৌদি আরব। সংশ্লিষ্টরা জানান, আগামী ২ মার্চ স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের ৪ বারের মতো নির্বাচিত সভাপতি শহিদুল আজম কাজেমী বলেছেন, এ বিদ্যালয়ে শিক্ষার্থীর অনুপাতে ভবন স্বল্পতা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্কুল ক্যাম্পাসে সাইক্লোন সেন্টারটি নির্মাণ করায় ঘুর্নিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও উপকৃত হবে।