চন্দনাইশে ইমাম হোসাইন (র.) কনফারেন্স

55

হযরত ইমাম হোসাইন (র.) ও তাঁর সাথীরা ন্যায় ও সত্যের ঝান্ডা সমুন্নাত রাখার জন্য শির দিয়ে ছিলেন কিন্তু তাঁদের পবিত্র হাত বাতেলের কাছে সোর্পদ করেননি। গত ২৮ সেপ্টেম্বর চন্দনাইশ পৌরসভা হারলা-দক্ষিণ জোয়ারা নয়াহাটস্থ বি.এম. রহমানিয়া হেফজ ও এতিমখানা কমপ্লেক্স ময়দানে আল-হাসনাইন মোমেরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ১৬তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ইমাম হোসাইন (র.) কনফারেন্সে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব আহমদুর রহমান সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী। এতে প্রধান বক্তা ছিলেন ঢাকাস্থ যিন-নূরাইন ওয়ালীয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ ওয়ালী উল্লাহ আশেকী। এতে স্বাগত বক্তব্য রাখেন আল-হাসনাইন মোমেরিয়াল ফাউন্ডেশনের মহাসচি আলমগীর ইসলাম বঈদী। মাস্টার মুহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তা ছিলেন অধ্যক্ষ আলহাজ মাওলানা আবুল কাসেম আনসারী, মাওলানা কামরুদ্দিন নুরী, মাওলানা নুরুল আজিম ও মাওলানা আব্দুর রহমান আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ নজরুল ইসলাম, সাহাব উদ্দিন ভেন্ডার ও সিরাজুল ইসলাম।