চন্দনাইশে আইডিএসইবির দাবি বাস্তবায়ন লক্ষ্যে দাবিনামা প্রদান

33

ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের উদ্যেগে ৫ দফা দাবিনামা ও বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে গত ১৩ অক্টোবর চন্দনাইশ উপজেলায় আইডিএসইবির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন সংগঠনের পক্ষে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার কাছে দাবিনামার আবেদন পত্র হস্তান্তর করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে এক অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় সার্ভেয়ার/সমমানের পদে বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। দুই কানুনগো/উপ সহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতির নিমিত্তে অনুমতি তালিকা জিও জারি করতে হবে। তিনি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং টেকনোলজি) সনদ প্রতিস্থাপন করা হয়নি; সে সকল দপ্তরে সংশোধন করতে হবে। চার সার্ভেয়ার/সমমানের পদে সকল কার্যক্রম কারিগরি সংশ্লিষ্ট বিধায়, সার্ভেয়ার পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা করতে হবে। পাঁচ সকল দপ্তরে সার্ভেয়ার/সমমানের শূন্য পদে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের সকল সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্বকারী সংগঠন আইডিএসইবি। সদস্যদের সেবার মান উন্নয়নে মোটিভেশন কার্যক্রমের পাশপাশি ন্যায়সংগত দাবী আদায়ে ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকার সাধারণ মানুষের নিকট ভূমি সেবা দ্রুত পৌঁছানোর লক্ষ্যে সেবার মান উন্নয়ন এবং ডিজিটালাইজেশন এবং মাধ্যমে বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ কার্যক্রমে সার্ভেয়ারগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যব্যস্থাপনা ও ভূমি অধিগ্রহণে অক্লান্ত পরিশ্রম ও গুরুত্বপূণ ভূমিকা রাখছে। শীঘ্রই দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সংগঠনটি।