চন্দনাইশে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার দাবি

15

চন্দনাইশ থেকে তুলে নিয়ে গিয়ে ৮ লক্ষ টাকা চাঁদার দাবিতে টেকনাফে মাদক ব্যবসায়ী সাজিয়ে কথিত বন্দুকযুদ্ধের নামে প্রবাসী ও পেয়ারা ব্যবসায়ী দুই সহোদর আজাদুল ইসলাম আজাদ (২৩) এবং আমানুল ইসলাম ফারুখ (৩৭)-কে হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংগঠনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী এডভোকেট এলিনা খান, পরিচালক অর্গানাইজিং এডভোকেট জিয়া হাবীব আহ্সান, মানবাধিকার তথ্যানুসন্ধান ও আইনি সহায়তা টিমের সদস্যবৃন্দ যথাক্রমে এডভোকেট সুনীল সরকার, সৈয়দ আনোয়ার হোসেন, এএইচএম জসীম উদ্দিন, আবুল খায়ের, সৈয়দ মোহাম্মদ হারুন, এস এ কাশেম, জান্নাতুল নাঈম রুমানা, দেওয়ান ফিরোজ, প্রদীপ আইচ দীপু, সাইফুদ্দিন খালেদ, হাসান আলী, বদরুল হাসান প্রমুখ যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিজ্ঞপ্তি