চন্দনাইশের নিধারামপুর সড়কটি সংস্কার হচ্ছেনা দীর্ঘ সময় ধরে

42

চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডের হারলা নিধারামপুর সড়কটি দীর্ঘ সময় ধরে কোন রকম সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে তারা স্থানীয় প্রশাসন তথা পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডের হারলা নিধারামপুর গ্রামের লোকজনের একমাত্র চলাচলের সড়কটি দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল তো দুরের কথা সাধারণ মানুষ পায়ে হেঁটে চলাচলেও হিমশিম খাচ্ছে।
সামান্য বৃষ্টি হলেই সড়কটির ব্রীক উঠে যাওয়ায় কাঁদা মাড়িয়ে চলাচল করতে হয় এ এলাকার সাধারণ মানুষকে। অতিরিক্ত বৃষ্টি হলেই বর্ষা মৌসুমে সড়কটি পানির নিচে তলিয়ে যায়। ফলে এলাকার মহিলাদের কাপড় ভিজে যায় চলাচলের সময়। তাছাড়া এ এলাকার স্কুল, কলেজ, মাদরাসা পড়–য়া শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এখানকার অর্ধশতাধিক পরিবারের পাঁচ শতাধিক লোকজনের একমাত্র চলাচলের পথটি জরুরীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। ২০০৩ সালে পৌরসভা প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ১৫ বছর ধরে এলাকার লোকজন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। এ এলাকায় সড়ক বাতি, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক সংস্কারসহ তেমন কোন কাজ করা হয়নি। অথচ এ এলাকার বাসিন্দারা নিয়মিত পৌরকর আদায় করেও নাগরিক সুবিধা না পাওয়ার অভিযোগ তুলেন। এ ব্যাপারে ৪নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন বলেছেন, তিনি সড়কটি সংস্কারের বিষয়ে পৌরসভায় উপস্থাপন করেছেন। পরবর্তীতে সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা।