চতুর্থবার ক্লাব বিশ্বকাপ জিতে জিদানকে ধন্যবাদ সোলারির

47

ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড চারবার শিরোপা জেতার কীর্তি গড়েছে রিয়াল মাদ্রিদ। এমন অনন্য নজির গড়ার পেছনে আছে সাবেক রিয়াল কোচ জিদানের ভূমিকা। শনিবার শিরোপা জেতার পর জিনেদিন জিদানকে ধন্যবাদ জানিয়েছেন বর্তমান কোচ। কারণ তার সময়েই যে দুবার এই শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা।
ফাইনালে আল আইনকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের পর ক্লাব বিশ্বকাপেও হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। এমন অর্জনের পর সাবেক কোচ জিনেদিন জিদানকে স্মরণ করে বর্তমান কোচ সোলারি বলেন, ‘আমরা জিদানকে ধন্যবাদ জানাই।’
টানা তৃতীয়বার শিরোপা জেতার সঙ্গে সঙ্গে রেকর্ড চারবার এই শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। দলটির বর্তমান আর্জেন্টাইন কোচ সোলারি মনে করেন এমন কীর্তির পুনারবৃত্তি কঠিন হবে, ‘ভবিষ্যতে এমনটি করা দুরূহ হবে।’ তবে ভবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রাখতে চান সোলারি, ‘আমরা সবাই আনন্দিত। ভবিষ্যতে আমাদের মতো এমন কীর্তির পুনরাবৃত্তি কঠিন হবে। তবে আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ছেলেরা ইতিহাসই গড়েছে। এই দল সফলতার পুনরাবৃত্তি চায়, ক্লাবটিও।’