চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভা

27

অভিযান ও পরিদর্শনের নামে চট্টগ্রাম মহানগরীসহ জেলার সর্বত্র পথে পথে অহেতুক পণ্য ও গণ পরিবহনের বিরুদ্ধে পুলিশ ও বিআরটিএ’র হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রæপ। গত মঙ্গলবার বিকেলে নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এ হুমকী দেওয়া হয়। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মনজুর সভাপতিত্বে আয়োজিত সভায় যানবাহনের ডকুমেন্ট যাচাইয়ের নামে পুলিশী হয়রানি, ভ্রাম্যমান আদালতের নামে ম্যাজিস্ট্রেটের হয়রানি ও বিআরটিএতে হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবহন নেতৃবৃন্দ।
এসব হয়রানি বন্ধ না হলেও ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন সংগঠনের নেতারা। ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম রসুল বাবুলের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরী সভাপতি হাজী জহুর আহম্মদ, সহ-সভাপতি মাহাবুবুল হক মিয়া, হাজী মোহাম্মদ ইউনুচ কোম্পানী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধূরী, আহসান উল্লাহ, মো. সৈয়দ হোসেন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, মনসুর রহমান চৌধুরী, কলিম উল্লাহ কলি, নাজিম উদ্দিন, মোহাম্মদ পারভেজ, সহিদ নাঈম সুমন, কামরুল ইসলাম, অহিদুনুর কাদেরী প্রমুখ। বিজ্ঞপ্তি