চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভা

27

নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনের দাবি জানিয়েছে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ। গতকাল বুধবার সকালে নগরীর আন্দরকিল্লায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক সভায় এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত সভায় কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, সড়কে এই আইন প্রয়োগ করা হলে গাড়ির মালিক শ্রমিক এবং সাধারণ সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে এতে চট্টগ্রামসহ সারা বাংলাদেশ পরিবহন ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হবে। সভায় বক্তব্য দেন কার্যকরী সভাপতি জহুর আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জাফর উদ্দিন চৌধুরী, মো. মহিউদ্দিন, আব্দুর রহমান, অহিদুন নুর কাদেরী, মো. কলিমুল্লাহ, ইসহাক খান চৌধুরী, আব্দুল আলিম, হারুনুর রশিদ মিন্টু, মোহাম্মদ শাহজাহান, আনোয়ার আজিম খান, সহিদ নাঈম সুমন, মনসুর উদ্দিন, নাজিম উদ্দিন, সিরাজউদ্দৌলা নিপু, রিটন মহাজন, খুরশিদ আলম, শহিদুল ইসলাম সমুসহ সংগঠনের বিভিন্ন মালিক সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি