চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী ৪ কাউন্সিলর চন্দনাইশের

28

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডে ১ মহিলাসহ চন্দনাইশের ৪ কাউন্সিলর বিজয় লাভ করেছেন। ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে চৌধুরী হাসান মাহুদ হাসনী ৪র্থবারের মতো, ৭নং ষোলশহর ওয়ার্ডে মো. মোবারক আলী ২য় বার, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী ১ম বার এবং সংরক্ষিত ওয়ার্ডে ফেরদৌসী আকবর ৮ হাজার ৪’শ ৫৭ ভোট পেয়ে ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
চন্দনাইশ ফতেনগর সিকদার বাড়ির চৌধুরী হাসান মাহমুদ হাসনী বর্তমানে মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক। ১৯৯০ সালে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, সম্পাদক, এমইএস স্কুল ছাত্রলীগের সভাপতি, সম্পাদক, ২০০৫ সালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলেন। ২০০৫, ২০১০, ২০১৫ এবং ২০২১ সালসহ ৪র্থবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে “ঠেলাগাড়ি” প্রতীক নিয়ে ৪ হাজার ৬’শ ৬৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা গ্রামের মো. মোবারক আলী ১৯৯৬ সালে ছাত্রলীগের পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ১৯৯৯-২০০১ সালে এমইএস কলেজ ছাত্র সংসদ সদস্য ছিলেন। তিনি জাতীয় প্রাথমিক ও গণশিক্ষা পদক ’১৭ বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন। স্বেচ্ছাসেবী সংগঠন জেনার্সের মাধ্যমে ২০১৮ সালে যুব ও ক্রীড়া অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পুরস্কৃত হন। তিনি “টিফিন ক্যারিয়ার” প্রতীক নিয়ে ১৪ হাজার ৬’শ ৯২ ভোট পেয়ে ২য়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
চন্দনাইশ বৈলতলী বশরত নগর এলাকার মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী ১৯৯৬-৯৭ সালে এমইএস কলেজ ছাত্রলীগের সম্পাদকীয় দায়িত্ব থেকে ২০০১-০২ সালে ছাত্র সংসদের ভিপি, ২০০৩-০৪ সালে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৩ সালে মহানগর যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য এবং ২০২১ সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে “লাটিম” প্রতীক নিয়ে ১০ হাজার ৭ ভোট পেয়ে ১ম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
দোহাজারী পৌসভার ফুলতলার ব্যবসায়ী আলী আকবরের স্ত্রী ফেরদৌসী আকবর ৩৬নং ওয়ার্ড আ.লীগের আহŸায়ক কমিটি ও মানবাধিকার ফাউন্ডেশনের সদস্য। তিনি ১১নং ওয়ার্ড থেকে বই প্রতীক নিয়ে ৮ হাজার ৪’শ ৫৭ ভোট পেয়ে ২য়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
উল্লেখিত কাউন্সিলরগণ বিপুল ভোটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরীসহ নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।