চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদ্যাপন পরিষদ গঠিত

71

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা সম্প্রতি নগরীর আন্দরকিল্লাস্থ চসিক পুরাতন নগর ভবনের কে.বি আবদুচ ছাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। চসিক পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, চসিক পূজা পরিষদের সহ-সভাপতি তত্ত¡াবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, সাবেক সাধারণ সম্পাদক আশুতোষ দে ও বিপ্লব কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চসিক পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন চৌধুরী। সভায় চসিক পূজা উদ্যাপন পরিষদের সাবেক অর্থ সম্পাদক রূপন কান্তি দাশ ১৪২৭ বঙ্গাব্দের বাজেট বক্তব্য পেশ করেন। সভায় শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীর দিনে গরীব দুঃস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে চিকিৎসা ক্যাম্পের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় ১৪২৭-১৪২৮ বঙ্গাব্দের চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী ঝুলন কান্তি দাশ ও সাধারণ সম্পাদক রতন চৌধুরী। অধ্যক্ষ কঙ্কন দাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন হারাধন আচার্য্য, কানু লাল নাথ, সমীর কর, সরোজ গুহ, কল্লোল দাশ (বাপ্পী), রতন দত্ত, উৎপল সেন পিংকু, তবলু দাশ, অঞ্জন চক্রবর্তী, প্রদীপ দে, রিপন কিশোর রায়, প্রভাষ দাশ, অজয় দাশ, লিটন দাশ ইপ্তি, বাবুল সেন। বিজ্ঞপ্তি