চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের হুমায়ুন আজাদ স্মরণসন্ধ্যা

15

প্রথাবিরোধী, বহুমাত্রিক মননশীল লেখক, কবি, সাহিত্যিক, ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন আজাদের ১৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গত ২৪ আগষ্ট সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত কুমার দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, গোপাল কৃঞ্চ দাশ, সংগঠক কামাল হোসেন, আসিফ ইকবাল, সঙ্গীত পরিবেশন করেন লুপর্ণা মুৎসুদ্দী, সুকুমার দে, কাকলী দাশ গুপ্ত, সুচয়ন দে জয়, আবৃত্তি করেন সোমা মুৎসুদ্দী, সঞ্চয় কুমার দাশ, সুমন চৌধুরী,তবলায় ছিলেন কাব্য দাশ, প্রীতম আচার্য্য, শিহাবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন প্রথাবিরোধী ও বহুমাত্রিক মননশীল লেখক, গবেষক, ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ হুমায়ুন আজাদ মৌলবাদী ও সংস্কারবাদীদের এক আতংক। প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে তিনি ছিলেন সরব। গতানুগতিক চিন্তাধারা বিরুদ্ধ এই লেখক সদা সত্য বলে গেছেন তা যতই অপ্রিয় হোক। গদ্যের জন্য বেশী জনপ্রিয় হলেও আমৃত্যু কাব্যচর্চা করেছেন। বিজ্ঞপ্তি